বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, পুজো এক মাস আগে থেকে শুরু। কথাটা যে ভুল নয়, তা বৃহস্পতিবারই আঁচ পাওয়া গেল। উলুধ্বনি, শাঁখ , ঢাকের বাদ্যি, ধুনুচি নাচে সেজে উঠল কলকাতা। জোড়াসাঁকোতে শোভাযাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "আজ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল। সমস্ত ধর্ম, বর্ণকে নিয়ে এগিয়ে চলব আমরা। ইউনেসকো-কে (UNESCO) ধন্যবাদ। সারা বিশ্বকে ধন্যবাদ।"
বাংলার দুর্গাপুজোকে (Durga Puja) ইনট্যানজিবেল হেরিটেজের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো। তাদের ধন্যবাদ জানাতেই বৃহস্পতিবার শোভাযাত্রার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলমত নির্বিশেষে সেই পদযাত্রায় যোগ দেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জোড়াসাঁকোতে আসেন বিভিন্ন ক্লাব, পুজো কমিটি, পড়ুয়া, সাধারণ মানুষও। বিভিন্ন রঙে সেজে এক মাস আগেই শহরে দুর্গাপুজোর আমেজ।
আরও পড়ুন: UNESCO-কে ধন্যবাদজ্ঞাপন, দুর্গাপুজোর শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, "দুর্গাপুজো একটা আবেগ। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে। যা আমাদের ঐক্যবদ্ধ করে। আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মিশেল ঘটায় পুজো। দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেসকো-কে ধন্যবাদ।"