শহিদ দিবসের আগে দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলা থেকে সমাবেশে যোগ দেওয়ার জন্য শহরে ভিড় জমিয়েছেন সমর্থকরা। এবার তৃণমূল স্তরের নেতা ও কর্মীদের বিশেষ বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামীকাল আমাদের ২১ জুলাই। ২১ জুলাই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ২১ জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ। আমাদের মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ। সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করছি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভাল থাকে না, প্রচন্ড ঝড়, জল বৃষ্টিও হয়। তবুও আমাদের লাখ লাখ কর্মী, যারা সমাবেশে এসে নিজেদের চেষ্টায় উপস্থিত হন। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাই অনুষ্ঠানে,যারা পারবেন, তারা আসুন। সশরীরে সাক্ষী থাকুন। যারা পারবেন না, তারা টিভিতে দেখুন। বা বিভিন্ন জায়গায় লাইভ হবে, সেখানে দেখুন।"
আরও পড়ুন: রাত পোহালেই শহিদ দিবসের জনসভা! নদীবক্ষে প্রচার সারলেন তৃণমূল মন্ত্রী
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি সবাইকে বলব, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করত। গাড়িতে যারা আসবেন, তাড়াহুড়ো করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। মানুষের প্রাণ বাঁচে। মানুষকে সাহায্য় করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি। মানুষ যতক্ষণ না ফেরে, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করুন। সব রাজনৈতিক দল, প্রশাসনের সমস্ত জগতের লোকের কাছে আবেদন করব,২১ জুলাইয়ের মঞ্চে আসতে।"