পুজোর আগমনী গানে আগে সুর দিয়েছেন, গানও রচনা করেছেন। এবার প্রকাশ্যে রবীন্দ্রসঙ্গীত গাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সোমবার ২৫ বৈশাখ উপলক্ষে রবীন্দ্র সদনে (Rabindra Sadan) কবিস্মরণে আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানেই মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী। গাইলেন ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে’। মুখ্যমন্ত্রীকে গান শোনানোর আবদার করেছিলেন ইন্দ্রনীল সেনই। সেই আবদার রেখে মন্ত্রীর সঙ্গে গলা মেলান মমতা। গাইলেন পুরো গানটা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী (161st birth annieversary of Rabindranath Tagore)। সেই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেলে ক্যাথিড্রাল রোডে রবীন্দ্রসদনে রাজ্যের তরফে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ বহু বিশিষ্টজন। সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে একরাশ দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।