পাড়ার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করতে গিয়ে দাদাকে বকুনি মুখ্যমন্ত্রীর। রবিবার কলকাতার ১৭টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিল মমতার পাড়ার ক্লাব কালীঘাট মিলন সংঘের পুজো। এই ক্লাবের সর্বময় কর্তা মুখ্যমন্ত্রীর দাদা। উদ্বোধন করতে গিয়ে স্ক্রিনে দাদাকে দেখেই মমতার বকুনি, "দাদার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে কদিন আগে। তোকে কে আসতে পারমিশন দিল!"
মমতা বলেন, "আমার বাবা একটা সময় এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। স্বাধীনতারও আগের পুজো এটা। কর্পোরেশনের নথি থেকে এটা জেনেছি। এই পাড়ার সকলকে আমি চিনি।"
পাড়ার পুজোর প্রতিমা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী। তিনি বলোন, "ঠাকুরটা দারুণ হয়েছে। মোমের তৈরি৷ আগুন নেভানোর ব্যবস্থা আছে তো?" এরপরেই মমতার প্রশ্ন, "কাঁথা স্টিচের শাড়িগুলো কাদের দেবেন?"