আগামী ৬ মাস পর কলকাতার(Kolkata) নবনির্বাচিত পৌর প্রতিনিধিরা(councilors) কে কী কাজ করলেন, তার রিপোর্ট নেবেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসের(Maharastra Nivas) দলীয় বৈঠকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।
মানুষের স্বার্থে কাজ করাই নেতা-নেত্রীদের একমাত্র লক্ষ্য হোক, সে কথা আগেও বলেছেন তৃণমূল নেত্রীTMC Chief)। সাধারণ মানুষের মন জেতার একমাত্র হাতিয়ার যে উন্নয়ন, তা এবারের পুরসভা নির্বাচনের ফলাফলেও স্পষ্ট হয়েছে। তাই জয়লাভের পর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না পৌর প্রতিনিধিদের, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)।
আগামীদিনে ঠিক কী কী কাজ করা প্রয়োজন, সদ্য জয়ী পৌর প্রতিনিধিদের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো(TMC Chief)। জয়ী পৌর প্রতিনিধিদের উদ্দেশ্যে বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস(Maharastra Nivas) থেকে তিনি বলেন, “আজ থেকেই এলাকা পরিষ্কার করা শুরু করবেন। হোর্ডিং খুলে রাস্তা পরিষ্কার শুরু করবেন। রাস্তা দিয়ে যখন যাবেন, তাকিয়ে যাবেন। এখন সব অনলাইনে হচ্ছে। পরিষেবা দিন আগে। কাউকে যাতে হয়রান না হতে হয়, সেদিকে নজর দিন। গাদা গাদা টাকা নিয়ে চলে গেল, কাজ হল না, তা হবে না। জনগণের পয়সার হিসাব রাখতে হবে। কারণ, হাতে টাকা কম।”