বুধবার থেকেই রাজ্যজুড়ে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে নামছে তৃণমূল(TMC on Didir Rakshakabach)। এদিন ভবানীপুরের কর্মসূচিতে থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এছাড়াও থাকতে পারেন সাংসদ সুব্রত বক্সি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim), রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার(MLA Debasish Kumar), সাংসদ মালা রায়রা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন ব্লকে কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূল নেতা-কর্মীরা(TMC Workers)।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির(TMC MP Subrata Bakshi) কথায়, দু'কোটি পরিবারের কাছে দলের প্রায় সাড়ে তিন কোটি কর্মী যাবেন। বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা(Govt. Facilities) নিয়ে দলমত নির্বিশেষে অভিজ্ঞতা জানার কাজ চলবে আগামী ৬০দিন। এরপর তাঁরা দলকে ‘ফিডব্যাক’ পাঠাবেন।
তৃণমূল সূত্রে খবর, বুধবার মুর্শিদাবাদ-নদিয়া-হাওড়া-হুগলির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘সুরক্ষাকবচ’ নিয়ে বাড়ি বাড়ি যাবেন তৃণমূল সাংসদ-বিধায়করা(TMC MP-MLAs)। ইতিমধ্যেই এলাকা ধরে ধরে দলের তরফে সেই তালিকা পাঠানো হয়েছে। তালিকায় রয়েছেন ২৩ জন বিধায়ক, ৩ জন সাংসদ, ৯ জেলা তৃণমূল সভাপতি ও ৭ জেলার চেয়ারম্যান। এছাড়া স্পেশাল ক্যাটাগরিতে রয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ(Kunal Ghosh on Didir Rakshakabach) ৩ জন।