আদালতের বিচারাধীন। টেট উত্তীর্ণদের নিয়ে মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানান তিনি। সোমবার থেকে নিয়োগের দাবির প্রাথমিক পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড প্রার্থীরা। তা নিয়েই প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে।
এদিন জলপাইগুড়িতে সাংবাদিককে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এই সব বিষয় নিয়ে কিছু বলব না। বিচারাধীন বিষয়। আদালতকে গিয়ে জিজ্ঞাসা করো।"
আরও পড়ুন: ২৬৯ শিক্ষকের বরখাস্তের নির্দেশে স্থগিতাদেশ,মানিককে বরখাস্তের রায়েও স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, এদিন প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের দাবি আইনানুগ নয়। এতে রাজনৈতিক ইন্ধন আছে বলেও দাবি করেছেন তিনি। সোমবার থেকে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। একাধিক আন্দোলনরত প্রার্থী অসুস্থও হয়ে পড়েছেন।