Mamata Banerjee: 'হিন্দুত্ব শেখাতে আসবেন না, জঙ্গি প্রমাণ করতে পারলে পদত্য়াগ করব', বিধানসভায় মুখ্যমন্ত্রী

Updated : Feb 18, 2025 18:18
|
Editorji News Desk

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভায় পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যপাল ভাষণের উপর ধন্য়বাদজ্ঞাপন বক্তৃতায় শুভেন্দুর দুটি প্রশ্ন নিয়ে জবাব দিলেন মমতা। শুভেন্দু অধিকারী বিধানসভায় অভিযোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় স্পিকারের দিকে কাগজের গোছা ছু়ড়ে দিয়েছিলেন। ভাঙচুর করেছিলেন বিধানসভা। আজ তারা শিষ্টাচার শেখাবে!" এই দুটি প্রশ্ন নিয়েই জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানস সভায় মুখ্যমন্ত্রী বলেন, "বলছে আমি কেন কাগজ ছুড়েছিলাম! মনে রাখবেন, ২০০৪ সালে আমি লোকসভায় একা হয়ে গিয়েছিলাম। আপনারা বিজেপিা সংখ্যায় কত?" এরপরই মমতা বোঝাতে চান, সেই সময় সংসদে তাঁর সঙ্গে কী আচরণ করা হত। মুখ্যমন্ত্রীর দাবি, তখন সাতদিন ধরে নোটিস দেওয়ার পরেও আমায় কথা বলতে দিত না। সিপিএম-কংগ্রেস-বিজেপি মিলে করত। প্রশ্ন করতে দিত না। বক্তৃতা করতে দিত না।

এরপরই বিধানসভায় ভাঙচুরের প্রসঙ্গ আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, "আমায় তখন সিঙ্গুরে ঢুকতে দিচ্ছিল না। তখন আমি ফিরে বিধানসভায় এসেছিলাম। তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে গিয়েছিলাম। ওদের কাছে যাইনি। আমার সহকর্মীরা সেদিন ক্ষুব্ধ ছিলেন। আমি কোনও জিনিসে হাত দিইনি। এখনও প্রমাণ আছে।" সেই সময়ের অনেক ভিডিয়োতেই তৃণমূল নেতাদের রণং দেহী মেজাজে দেখা যায়। মমতা রাগে ফেটে পড়লেও কোনও আসবাব ভাঙতে দেখা যায়নি তাঁকে। 

বিধানসভায় ওয়েলে নেমে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছু়ঁড়ে এক মাসের জন্য সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই বিজেপির পক্ষ থেকে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজ ছোড়া ও বিধানসভায় তৃণমূলের ভাঙচুরের ভিডিয়ো পোস্ট করে রাজ্য় বিজেপি। মঙ্গলবার দুটি ঘটনারই উল্লেখ করে শুভেন্দুকে জবাব দিলেন মমতা।

Mamata Banerjee

Recommended For You

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য
editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট