বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ববি হাকিম। রাজভবনে মমতা ও ববিকে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও তাঁর স্ত্রী। মমতা রাজ্যপালকে নিজের হাতে আঁকা ছবি উপহার দেন মমতা। মমতার সঙ্গে রাজ্যপালের বেশ কিছুক্ষণ কথা হয়।
মমতা যখন রাজভবনে যান তখন শহিদ মিনারের সামনে তখন বিক্ষোভ করছিলেন SLST চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী আসার খবর পেয়েই তাঁরা রাজভবনের সামনে ছুটে আসেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি করেন তাঁরা।
আরও পড়ুন: পূর্ব বর্ধমানে নন নার্সিংয়ে চাকরি পাচ্ছেন রেণু, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজভবনের সামনে বসে চাকরিপ্রার্থীরা স্লোগান দিতে থাকেন। চাকরিপ্রার্থীদের তখন সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে পুলিশ। কিন্তু তাঁরা তা শোনেননি। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে বলে দাবি জানায়। এরপর ডিসি সেন্ট্রাল বিরাট পুলিশ বাহিনী নিয়ে বিক্ষোভকারীদের সেখান থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে কয়েক জন সামান্য জখম হন।