কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন এক বৃদ্ধকে। সোমবার ভোরে লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতের নাম ভোলা শেখ। বয়স ৬৭ বছর। তাঁর উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালানো হয়। সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ ভাগ্নি ও জামাইয়ের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, ভোলা শেখ পেশায় জনমজুর। শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। অশান্তি লেগেই থাকত। সোমবার ভোর ৫টা নাগাদ চা খেতে বেরোন তিনি। একদল দুষ্কৃতী ঘিরে ধরে হামলা চালায়। মাথায়, ঘাড়ে, গলায় আঘাত লাগে তাঁর। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে NRS হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে খবর, দিনকয়েক ধরে তাঁর বাড়িতে এসেছিলেন ভাগ্নী। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মামার বাড়িতে এসে উঠেছিলেন। জাকিরের সঙ্গে অশান্তি হয় ভোলারও। তাঁর উপর হামলায় জাকিরের কেউ জড়িত কিনা, তা জানা যায়নি।