লেকটাউনে দমকল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ । মৃতের নাম স্নেহাশিস রায় । জানা গিয়েছে, বৃহস্পতিবার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন । অভিযোগ, বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । এরপর তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । লেকটাউনের গ্রিনপার্ক এলাকার ঘটনা ।
পরিবারের দাবি, এর আগেও নাকি তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে । জানা গিয়েছে, ২০২২ সালের জুন মাসে দমকল কেন্দ্রে থেকে তাঁকে ডেকে নিয়ে বাইরে নিয়ে আসে এক ব্যক্তি । তারপরই রিভলবার বের করে স্নেহাশিসকে তাক করেন । সেসময় পালিয়ে বাঁচে স্নেহাশিস । কিন্তু, এবার রক্ষা হল না । এক বছরের আগের ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের ঘটনার কোনও মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।