ইডি হেফাজতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন মানিক ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে ইডি সূত্রে খবর। রবিবারও তাঁর স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইডি সূত্রে খবর, মানিকের অসুস্থতা নতুন নয়। গত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১০ অক্টোবর তাঁকে সিজিও কমপ্লেক্সে টানা জেরা করার পর গ্রেফতার করে ইডি। এবার ইডি হেফাজতেই অসুস্থ পড়লেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।
এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে CBI-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মানিক ভট্টাচার্য। গত ৩০ সেপ্টেম্বর আড়াই ঘণ্টার শুনানি হয়। আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁকে কেন ইডি গ্রেফতার করেছে, তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। সোমবার সেই মামলার শুনানি।