কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিনার মনোজ ভার্মা। বিনীত গোয়েলের জায়গায় তাঁকে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হল। এর আগে এডিজি আইন-শৃঙ্খলা পদে ছিলেন তিনি। তাঁর জায়গায় নতুন এডিজি আইন-শৃঙ্খলা করা জাভেদ শামিম। রাজ্য প্রশাসন সূত্রে একথা জানানো হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার থেকে সরিয়ে এডিজি এসটিএফ করা হল বিনীতো গোয়েলকে। ডিসি নর্থ পদে আনা হল দীপক সরকারকে। এডিজি আইবি হলেন জ্ঞানবন্ত সিং।
সোমবারই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিনীত গোয়েলকে। এরপরেই শুরু হয় পরবর্তী পুলিশ কমিশনারের নাম নিয়ে জল্পনা। এই পদে উঠে আসে রাজ্যের একাধিক আইপিএসের নাম। এরইমধ্যে জল্পনা শুরু হয় মহিলা অফিসারদের নাম ঘিরেও।
মঙ্গলবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, মনোজ ভার্মার নামের উপরেই সিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোর্সে নিজের কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছে মনোজ ভার্মা। একসময়ে জঙ্গল মহলের দায়িত্বে ছিলেন তিনি। লালগড়ে মাওবাদী নেতা কিষেণজির এনকাউন্টারের দায়িত্বেও ছিলেন তিনি।
এর পাশাপাশি এই সরকারের সময় দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনও মনোজ সামলেছিলেন দক্ষতার সঙ্গে। বারাকপুরের কমিশনার হিসাবে কার্যত ঠান্ডা করে দিয়েছিলেন ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চলকে। শিলিগুড়ি থেকে দীপক সরকারকে আনা হচ্ছে ডিসি নর্থের পদে। ওই পদে ছিলেন অভিষেক গুপ্তা।
পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দফতরেও পরিবর্তন করছে রাজ্য। স্বাস্থ্য অধির্কতা ছিলেন দেবাশিস হালদারের জায়গায় এলেন স্বপন সোরেন।