পিতৃপক্ষের অবসান। বুধবারই শুরু হয়ে গেল দেবীপক্ষ। মহালয়া থেকেই পুজোর আনন্দের রেশ শুরু। এরই মাঝে বঙ্গজুড়ে আরজি কর কাণ্ডে প্রতিবাদের ঢেউ। তবে বাঙালির আনন্দযজ্ঞে সামিল হতে কলকাতায় আসছেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকর। এক দিনের ঝটিকা সফরে কলকাতা আসছেন মনু। একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি।
আগামী শনিবার, অর্থাৎ ৫ অক্টোবর শহরে আসছেন ব্রোঞ্জজয়ী শুটার মনু ভাকর। বিমানবন্দর থেকে সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে যাবেন তিনি। এই ক্লাবের উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, মনু শ্রীভূমির পুজো দর্শন করবেন। তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। মঙ্গলবারই এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বাইপাসের ধারের একটি হোটেলে যাবেন মনু। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বারুইপুরের পদ্মপুকুরে যাবে। ওখানেও একটি পুজো উদ্বোধন করার কথা আছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনেও যাবেন মনু।
উল্লেখ্য, সদ্য প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন তিনি। ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। মিক্সড ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোত সিং।