বৃহস্পতিবার তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি (21 July)। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার একাধিক স্কুলে (Kolkata School) ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকছে, পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল। বন্ধ রাখা হয়েছে রুবি পার্কের ডিপিএস, গার্ডেন হাই। ২১ জুলাই স্কুল বন্ধ থাকায়, শনিবার অতিরিক্ত ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক স্কুল।
পড়ুয়াদের সুবিধার কথা ভেবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেবে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্য়াকাডেমি। ২১ জুলাই স্কুল বন্ধ থাকবে কিনা, তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নেবে ক্যালকাটা বয়েজ স্কুল কর্তৃপক্ষ। ক্যালকাটা গার্লস কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে, বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে। মডার্ন হাই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুলাই স্কুলে আসবে কিনা, তার সিদ্ধান্ত পড়ুয়াদের। যান চলাচলে নিয়ন্ত্রণ থাকায় সমস্যায় পড়তে হতে পারে পড়ুয়াদের। তাই এই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের।
আরও পড়ুন: কেমন থাকবে ২১ জুলাইয়ে কলকাতার রাস্তাঘাট, গাইডলাইন কলকাতা পুলিশের
প্রসঙ্গত, কোভিড আবহ কাটিয়ে ২ বছর পর ধর্মতলায় জনসমাবেশ করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই দুপুর ১২টা থেকে ধর্মতলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সমাবেশ। তৃণমূল কংগ্রেসের দাবি, সেই সমাবেশকে কেন্দ্র করে রেকর্ড ভিড় হবে। ভোর ৪টে থেকে রাত ৯ পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। বন্ধ থাকবে শহরের একাধিক এলাকার যান চলাচল।