প্রাক্-বর্ষার আগে কালবৈশাখীর ঝড়ে বিপত্তি কলকাতায়। শনিবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইল শহরে। এর জেরে বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়ে বহু গাছের ডালপালাও। আলিপুরে গাছ চাপা পড়ে আহত এক যুবক।
সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কালবৈশাখী হতে পারে। শনিবার বিকেল হতে না হতেই সেই পূর্বাভাস সত্যি হয়ে গেল। দিনের আলোর মাঝেই নামল ঘন আঁধার। মেঘাচ্ছন্ন হয়ে নামল বৃষ্টি, সঙ্গে ঝড়। প্রতি মুহূর্তে বাড়ল ঝড়ের গতিবেগ। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় তছনছ হয়েছে কলকাতা, হাওড়া, হুগলির একাধিক এলাকা। কলেজ স্ট্রিট, আলিপুর, সাদার্ন অ্যাভিনিউয়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। তবে তড়িঘড়ি পরিস্থিতি আয়ত্তে আনতে কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে গাছ। কলকাতা পুরসভা সূত্রে খবর, আলিপুরে গাছ পড়ে আহত এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুধু তাই নয়, ঝড়ে গাছ ভেঙে পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে টালিগঞ্জ ও কবি সুভাষ মেট্রো চলাচল। পাশপাশি কলকাতা বিমানবন্দর এলাকাতেও খুব কম সময়ের মধ্যে জল থইথই হয়ে যায়। তুমুল ঝড়বৃষ্টির কারণে সুরক্ষার কথা ভেবে বন্ধ রাখা হয় উড়ান। শনিবার বিকেলে এএফসি কাপের ম্যাচে যুবভারতীতে শুরু হয়েছিল মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের খেলা। কিন্তু খেলা শুরুর ১১ মিনিটের মাথায় ঝড়বৃষ্টির দাপটে খেলা বন্ধ রাখতে হয়।