কলকাতার বুকে আবার ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে ফ্রি-স্কুল স্ট্রিটের এক হোটেলে(Hotel)।
জানা গেছে, ভোররাতে এক আবাসিকের চোখে পড়ে ওই আগুন (Fire)। তারপরেই তাঁর চিৎকারে হোটেলের অন্যান্য কর্মচারী ও আবাসিকরা জড়ো হয়। খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। দ্রুত সকলকে নিরাপদে হোটেলের(Hotel) বাইরে বের করে দেওয়া হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ৩ বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, কলকাতায় চিকিত্সা করাতে আসা ২৮জন বাংলাদেশি নাগরিক ওই হোটেলে ছিলেন।
আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে হোটেলের প্রায় ১১টি ঘর। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় একঘন্টা বাদে আগুন(Fire) নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, শর্ট শার্কিট থেকেই আগুন লাগে ওই হোটেলে।