মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন শুরু গার্ডেনরিচে। বেআইনি নির্মাণের অভিযোগে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন কলকাতার মেয়র ও ওই এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। রবিবার মধ্যরাতের ঘটনার পর সোমবার এখনও ধ্বংস্বস্তূপের মধ্যে আটকে রয়েছেন আরও ছয় জন। এমনটাই জানিয়েছে দমকল।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা ঘুরে দেখে এই ঘটনায় পুলিশকে অ্যাকশন নিতে নির্দেশ দেন। সাফ জানিয়েদেন কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ঘটনায় ইতিমধ্যেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর আহতদের এক লক্ষ টাকা সাহায্য করা হবে।
কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচ এলাকায় রবিবার মধ্যরাতে একটি টালির বাড়ির উপর ধসে পড়ে নির্মীমাণ বহুতল। এই ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে। জখম আর ১২ থেকে ১৫ জন। হাসপাতাল ঘুরে মুখ্যমন্ত্রী জানান, সবাই ভাল আছেন। বাম আমল থেকে এই এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ অস্বীকার করেছেন বামেরা।