সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Former CM Buddhadeb Bhattacharjee) সঙ্গে দেখা করলেন মহম্মদ সেলিম (Md Salim)। রবিবার সন্ধেবেলা আলিমুদ্দিন থেকে বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। ঘণ্টাখানেক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ছিলেন মহম্মদ সেলিম।
গত ১৭ মার্চ সিপিএমের (CPIM) রাজ্য সম্মেলনের শেষ দিন রাজ্য সম্পাদক নির্বাচিত হন মহম্মদ সেলিম। অসুস্থতার কারণে রাজ্য রাজনীতিতে বর্তমানে সেভাবে সক্রিয় না থাকলেও বাংলার সিপিএম নেতৃত্বের কাছে আজও অভিভাবক বুদ্ধদেব ভট্টাচার্য। মহম্মদ সেলিম প্রাক্তন মুখ্যমন্ত্রীর খুবই কাছের। তাই এই সাক্ষাৎ স্বাভাবিকই মনে করছেন বাম নেতৃত্বের একাংশ। তবে মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আসেনি। পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরোনোর পরেও কার্যত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান সেলিম।
আরও পড়ুন: ধর্মঘট সফল করতে পথে নামবে বামেরা, মোকাবিলায় বাড়তি পুলিশ
রাজ্য সম্পাদক পদে দায়িত্ব নেওয়ার পর একের পর এক দায়িত্ব নিতে হয়েছে মহম্মদ সেলিমকে। কখনও আনিস খান হত্যাকাণ্ডে মামলায় তাঁকে যেতে হয়েছে হাওড়ার আমতায়। আবার রামপুরহাট গণহত্যায় যেতে হয়েছে বীরভূম। সঙ্গে জনসভা ও প্রতিবাদ কর্মসূচিও আছে। সব ব্যস্ততা কাটিয়ে রবিবার সন্ধেবেলা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন তিনি।