ভাইফোঁটায় কম চলবে মেট্রো। একথা জানালো কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সেদিন আপ-ডাউন মিলিয়ে মোট ২৩৪টি ট্রেন চলার কথা জানিয়েছে তারা। অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও এই সংখ্যাটা ১০০ থেকে কমে দাঁড়াবে ৯০।
রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কবি সুভাষ-দমদম রুটে দু'দিকের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো সকাল ৭টায়।
আরও পড়ুন- Gold Price Hike: উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, অপরিবর্তিত রুপোর দর
পাশাপাশি, সেদিন প্রায় ২০ মিনিট অন্তর ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে বলেও জানানো হয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ৫-এর প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫মিনিটে ছাড়বে। আবার সল্টলেক থেকে শিয়ালদহের প্রথম মেট্রো সকাল ৭টায় বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, দুর্গাপুজো-কালীপুজোয় মেট্রোর সংখ্যা বাড়ানো হলেও ভাইফোঁটাতেই কমানো হল মেট্রোর সংখ্যা। ২০ মিনিট অন্তর মেট্রো চলায় যাত্রীর চাপ কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।