বৃহস্পতিবার সকাল সকাল শহরে মেট্রো বিভ্রাট। দিনের শুরুতেই ভোগান্তি যাত্রীদের। প্রতি স্টেশনেই নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী সব মেট্রো।স্বভাবতই নিত্যযাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ।
সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়া মেট্রো রবীন্দ্রসদনে পৌঁছয় সকাল ৮টা ৪৭ মিনিটে।
স্টেশনে একাধিক বার ঘোষণা করা হয়েছে, লাইন ‘ক্লিয়ার’ হলেই ট্রেন ছাড়বে। কিন্তু কীসের জেরে ব্যস্ত সময়ে পরিষেবা ব্যহত হল, তা জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।
অফিস টাইমে মেট্রো বিভ্রাটের কারণে যাত্রীদের বড় অংশ ট্রেন থেকে নেমে ট্রাম বাসে করে কর্মক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নেন।