সপ্তাহের প্রথম কাজের দিনই বিভ্রাট কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। সকাল নটা চুয়ান্ন মিনিটে যে মেট্রোটি দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে ছেড়েছিল, সেটি থমকে যায় নোয়াপাড়ায় (Noapara)। মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় শ্যামবাজার পর্যন্ত লাইন ক্লিয়ার না থাকায় মেট্রো চলতে দেরি হবে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ মুখী একটি রেকে যান্ত্রিক গোলযোগ হয়। সেটি বেশ খানিকক্ষণ থমকে যায়। কিছুক্ষণ পর তা চললেও পরের রেকগুলি থমকে যেতে থাকে। দশটা সতেরো মিনিট নাগাদ নোয়াপাড়ায় দাঁড়ানো রেকটি চলতে শুরু করে। আবার দমদম ঢোকার মুখে কিছুটা থমকে যায়। যদিও দশটা কুড়ি মিনিটে মেট্রোর ভিতর যাত্রীদের উদ্দেশে ঘোষণা হতে থাকে, শিগগির পরিষেবা স্বাভাবিক হবে।
আরও পড়ুন- West Bengal Weather Update : উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি কমবে দক্ষিণে
এর আগেও নানা কারণে একাধিকবার মেট্রো থমকে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের। কখনও যান্ত্রিক গোলযোগ, কখনও আত্মহত্যার মতো ঘটনায় থমকে গিয়েছিল মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম দিনেই আরও একবার ভোগান্তির শিকার হলেন মেট্রো যাত্রীরা।