পুজোর আগেই কলকাতাবাসীর জন্য সুখবর। এবার থেকে রবিবারও গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। রবিবারও চালানো হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো। এমনটাই ঘোষণা করলেন, কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড শাখায়ও মেট্রো পরিষেবা মিলবে। তবে, পুজোর আগে এই পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে। এই ব্যবস্থা স্থায়ী হবে কি না তা নির্ধারণ করা হবে যাত্রী সংখ্যার উপর।
কখন চলবে মেট্রো?
মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে মোট ৬২টি মেট্রো চলানো হবে। মেট্রো মিলবে প্রতি ১৫ মিনিট পর পর। রবিবার হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২ টো বেজে ১৫ মিনিটে। রবিবার দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে।
রাজ্যে লোকসভা ভোটের আগে ইস্ট-ওয়েস্টের এই রুটে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রুট চালুর পর আরও সহজ হয়ে গিয়েছে ধর্মতলা থেকে হাওড়া ময়দানের যাত্রা।