অন্যান্যবার মহালয়ার পর থেকেই কার্যত কলকাতার রাজপথে জনস্রোত দেখা যায়। এবারেও দ্বিতীয়া থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। তাই যারা ভাবছেন ঠাকুর দেখবেন, কলকাতা মেট্রো তাঁদের জন্য সেরা অপশন। তবে প্যান্ডেলে লাইন দেওয়ার আগে কাউন্টারে মেট্রোর টিকিটের জন্যও লম্বা লাইন দিতে হচ্ছে। এর থেকেই যাত্রীদের রক্ষা দিল কলকাতা মেট্রো।
মেট্রোর তরফে ঘোষণা, কিউআর কোড স্ক্যান করেই এবার নিজেদের টিকিট কাটতে পারবেন সকলে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে, কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে হাতে কয়েন টোকেন নয়। স্মার্টকার্ড না থাকলে টিকিটের কিউআর কোড স্ক্যান করেই চড়া যাবে মেট্রো।
প্রতিটি মেট্রো স্টেশনেই বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ আলাদা আলাদা ব্যবস্থাও থাকছে যাত্রী সুবিধার্থে৷ দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শোভাবাজার এই সব স্টেশনগুলিতে থাকছে কিউআরে টিকিট কাটার ব্যবস্থাও। যাত্রীদের সাহায্য করার জন্য সর্বক্ষণ স্টেশনে টহল দেবেন কর্মীরা।
অন্যদিকে, পুজোর আগে এই কয়েকদিন হাওড়া-এসপ্ল্যানেড রুটে শনিবার থেকেই বাড়ানো হল মেট্রো সংখ্যা। রবিবার ছাড়া হাওড়া এসপ্ল্যানেড রুটে ১১৮টি মেট্রো চালানো হয়। পুজোর আগে শনিবার থেকে বুধবার পর্যন্ত ১৩০টি মেট্রো চলবে। এমনই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। একই সময় হাওড়া থেকেও প্রথম মেট্রো ছাড়বে। দুই স্টেশনেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার এসপ্ল্যানেড-হাওড়া রুটে ৪৬টি মেট্রো চলে। বদলে এই মুহুর্তে চলবে ৮২টি মেট্রো।
শুধু তাই নয়, হাওড়া-এসপ্ল্যানেড রুটে দুটি ট্রেনের ব্যবধানও কমানো হয়েছে। এমনি দিনে ২০ মিনিট ব্যবধানে চলে মেট্রো। এই কয়েকদিন ১২-১৫ মিনিট অন্তরই ট্রেন পাওয়া যায়। বুধবার, ষষ্ঠী পর্যন্ত এই লাইনে এমন পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ