যে মাঠে বলেছিল খেলা হবে, তার দখল নিতে এসেছেন। DYFI-এর ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ মীনাক্ষি মুখোপাধ্যায়ের। বামপন্থীরা রাজনীতি করতে গুঁতোগুঁতি করে না। পৃথিবীর বুকে যতদিন অপশাসন, লুঠ, অত্যাচার থাকবেন, লড়াই চালিয়ে যাবেন, ব্রিগেডে দাবি যুব নেত্রীর।
এবার DYFI-এর ব্রিগেডে ইনসাফ যাত্রার মুখ মীনাক্ষি। তাই তিনি কী বলেন, তার দিকে তাকিয়ে ছিলেন কর্মী সমর্থকরা। তিনি বক্তৃতা দিতে ওঠার সময়ই উচ্ছ্বাস দেখা যায়। এদিন মীনাক্ষির মুখে শোনা যায় চাকরিপ্রার্থীদের আন্দোলনের কথা। শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, অনেক আশা নিয়ে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল। আকাশ থেকে নেমে কোনও ফরিস্তা ভাল করবে। মানুষকে নতুন করে লড়াইয়ের ডাক দিলেন ডিওয়াইএফআই নেত্রী।
ব্রিগেড থেকে এদিন বিজেপিকেও আক্রমণ করেন তিনি। ব্রিগেডে তিনি বলেন, "মাঠে নেমে বামপন্থীরা লড়াই চালিয়ে যাবে। সেখানে ধর্ম, ভাষার কোনও শর্ত থাকবে না। দেশের নাম ইন্ডিয়া হবে না ভারত, সেই শর্ত থাকবে না। টিকা লাগান, না টুপি পরেন, ফ্রিজে কীসের মাংস রাখেন, এগুলো লড়াইয়ের শর্ত হবে না। লড়াইয়ের শর্ত হবে রুটি, রুজি, স্বচ্ছতা। নকল যুদ্ধ ছা়ড়ো, আসল কথা বলো।