আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা। CBI-এর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে যদি তাঁকে ফের ডাকা হয়, তাহলে ফের তিনি হাজিরা দেবেন। রাজ্য প্রশাসনের ভূমিকারও তীব্র সমালোচনা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বেরিয়ে সংবাদমাধ্যমে বাম যুবনেত্রী জানান, "তদন্তে সহযোগিতা করেছি। গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ এই নৃশংস ঘটনার বিচার চাইছেন। নিজের হাসপাতালে, নিজের বিভাগে একজন ডাক্তার খুন হয়ে যাবেন, তা দেখে সকলে চুপ করে বসে থাকবেন, তা হয় না।"
মীনাক্ষী বলেন, "আবার ডাকলে, আবার আসব। নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। তদন্তে যে কোনও রকমের সাহায্য করতে প্রস্তুত। প্রথম দিন থেকে রাস্তায় রয়েছি, আগামীতেও থাকব। সাধারণ মানুষকেও বলব, রাস্তায় থাকুন।"