স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে রামকৃষ্ণ মিশন(Ramakrishna Mission)। বৃহস্পতিবার সেই পদযাত্রায় পা মেলান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja)। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
শশী পাঁজার(Sashi Panja) কথায়, স্বামীজির মন্ত্র-আদর্শে দীক্ষিত হোক বাঙালি। বাংলায় সুচিন্তা-সুনীতি ফিরে আসুক, কামনা করেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। স্বামীজির মন্ত্র-আদর্শ মেনে বাঙালির চৈতন্য হোক, এমনটাই জানান শশী। পাশাপাশি, এই মিছিল থেকে সুকান্ত-শুভেন্দুকে কটাক্ষ করে শশী বলেন, ওঁদের চৈতন্য হোক।'
আরও পড়ুন- Pradhan Mantri Garib Kalyan Ann Yojana: ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে মোদীর নামে
বৃহস্পতিবার মানিকতলা থেকে শুরু হয়ে খান্না-হাতিবাগান ঘুরে সিমলায়(Simla) বিবেকানন্দের(Swami Vivekananda) বাড়ি পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মহারাজ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ বিবেকানন্দের ভক্তবৃন্দ।