ট্যাংরা এলাকা থেকে এক যুবকের প্রাণহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজু অধিকারী৷ তিনি পেশায় গৃহশিক্ষক ছিলেন৷ পুলিশের প্রাথমিক অনুমান, রাজু আত্মহত্যা করেছেন।
ট্যাংরার খ্রিস্টোফার রোড থেকে মঙ্গলবার রাতে রাজুর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার দুপুরের পর থেকে রাজুর দেখা পাওয়া না যাওয়ায় পুলিশের কাছে একটি মিসিং ডায়েরি করা হয়।
মঙ্গলবার সন্ধেবেলা থেকে পূর্বাঞ্চল স্কুলের পাশে তীব্র দুর্গন্ধ ছড়ায়৷ খবর পেয়ে পুলিশ এসে রাজুর দেহ উদ্ধার করে।
রাজু ইংরেজির গৃহশিক্ষক ছিলেন৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কোনো অসঙ্গতি আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।