দীর্ঘ চেষ্টার পরেও বাঁচানো গেল না শুভদীপ পালকে। গত শুক্রবার বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এই স্বাস্থ্যকর্মী। অনেক বিতর্কের পর তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শুভদীপকে এসএসকেএম ভর্তি করাতে গিয়ে হাসপাতাল এবং তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুভদীপের মৃত্যুতে তিনি শোকাহত। বাতিল করেছেন সব অনুষ্ঠান।
হাসপাতাল জানিয়েছে, মঙ্গলবার বেলা এগারোর কিছু পরেই মৃত্যু হয় শুভদীপের। কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই যুবক। তাঁর জন্য কলকাতা মেডিক্যাল কলেজে ১১ জন ডাক্তারের বিশেষ বোর্ড তৈরি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে শুভদীপের শরীরের অনেক অঙ্গই বিকল হয়ে গিয়েছিল। বিশেষ করে ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়েছিল।
গত শুক্রবার চিত্তরঞ্জন হাসপাতাল থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হয়ছিলেন শুভদীপ। তাঁকে নিয়ে এসএসকেএমে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। অভিযোগ, প্রায় ছ ঘণ্টা ফেলে রাখা হয়েছিল শুভদীপ। তার পরেও ভর্তি নেওয়া হয়নি। এরমধ্যে বিধায়কের ফোন পেয়ে মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শুভদীপকে। বিশেষ ভাবে খবর নিয়ে শুভদীপের জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও।