তাঁর শরীরে নাকি মুকুল রায়ের রোগ বাসা বেধেছে। তাই অনেক কিছু বললেও, সব কিছু মনে রাখতে পারেন না। এসএসকেএমের ঘটনার পর এবার এই দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তাঁর দাবি, মাঝে মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার রাজনীতি থেকে অবসরের জল্পনা দিলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী। গত কয়েকদিন ধরে এসএসকেএম নিয়ে তাঁর মন্তব্য উত্তাল করেছিল রাজ্য রাজনীতিকে। কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে মদনের দাবি, পিজি নিয়ে তিনি যা বলেছেন, সব ভুলে গিয়েছেন। কারণ, তাঁর শরীরে বাসা বেধেছে মুকুল রায়ের মতো রোগ।
গত শুক্রবার থেকে রবিবার। এসএসকেএম নিয়ে নানা সময় নানা মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এবার তাঁর দাবি, পিজি সম্পর্কে তিনি শুধু বোঝেন পোস্ট গ্র্যাজুয়েশন। এর বাইরে তিনি কিছু জানেন না। তাই গত কয়েকদিনে কী বলেছেন, তা তাঁর মনে নেই। মনে রাখতেও চান না। যদিও রাজনৈতিক মহলের মতে, এমনিতেই কামারহাটির বিধায়ককে সতর্ক করে দিয়েছে তৃণমূল।
তারপর থেকেই বেশ ডিফেন্সিভ মদন। গত শুক্রবার এসএসকেএমের ঘটনায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই ঘটনায় তৃণমূলকে ধন্যবাদ দিয়ে মদন জানিয়েছিলেন, তাঁর জীবনে মামলার বৃত্ত পূর্ণ হয়েছে।