নারী ও সাধারণ মানুষদের সুরক্ষার কথা ভেবে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে । সেই লক্ষ্যেই কলকাতায় (CCTV in Kolkata) আরও সাড়ে তিন হাজার সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর সিদ্ধান্ত নেওয়া হল । এর জন্য নির্ভয়া ফান্ড থেকে প্রয়োজনীয় অর্থ নেওয়া হচ্ছে । উল্লেখ্য, দেশে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে নির্ভয়া তহবিল চালু করা হয়েছিল ।
জানা গিয়েছে, রাতের অন্ধকারে গাড়ির নম্বর প্লেট যাতে বোঝা যায়, তার জন্য বিশেষ ক্যামেরা লাগানো হবে শহরের বিভিন্ন প্রান্তে । খুব শীঘ্রই সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে । এই সিদ্ধান্তে কলকাতায় শুধু মহিলারাই নয়,সাধারণ নাগরিকরাও উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল । আগেও নির্ভয়া তহবিলকে কাজে লাগিয়ে কলকাতায় প্রায় আড়াই হাজার ক্যামেরা লাগানো হয়েছিল ।
আরও পড়ুন, BTech Cha Wala Malda: মালদায় 'বি.টেক চাওয়ালা', রোজগারের জন্য চায়ের দোকান খুললেন দুই ইঞ্জিনিয়র
উল্লেখ্য,২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য নির্ভয়া তহবিলে ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল । গত বছরই অভিযোগ ওঠে, তহবিলের টাকা ব্যবহার করা হচ্ছে না । এই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয় । সেইসময় রাজ্যের তরফে কলকাতায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল ।