মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ। আদালতে এমনই দাবি ইডির তদন্তকারী আধিকারিকদের। মানিকের ছেলের একটি সংস্থার অ্যাকাউন্টে ওই টাকা আছে বলে দাবি ইডির। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় মানিক ভট্টাচার্য।কে। সেখানেই তাঁর ছেলের অ্যাকাউন্টে এই টাকা পাওয়ার তথ্য জানিয়েছে ইডি।
ইডির দাবি, মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যের নামে কনসালটেন্সি ফার্ম আছে। ৫৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৫০ হাজার টাকা করে দিয়েছে সেই সংস্থায়। ইডির দাবি, এতেই আর্থিক তছরূপি হয়েছে। মানিকের আইনজীবীর দাবি, ওই টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৪ দিনের ইডি হেফাজতে মানিক ভট্টাচার্য, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
শুনানি চলাকালীন মানিককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন করেন ইডির আইনজীবী। ইডির আইনজীবীর দাবি, মানিক ভট্টাচার্যের ব্যাঙ্কের একাধিক নথি খতিয়ে দেখতে হবে। বিস্তারিত তথ্যও সংগ্রহ করতে হবে। মানিককে জেরা করে এই দুর্নীতিতে আর কারা জড়িয়ে আছে, তার তথ্য সংগ্রহ করতে চাইছে ইডি।