সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। এবার শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে কাজের দরুন স্বাভাবিক ট্রেন চলাচলে(Train Cancelled) ছেদ পড়বে বলেই খবর। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি, শনি-রবিবার টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেললাইনে কাজের জেরে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, শিয়ালদহ-বজবজ ডাউন ৩৪১৬২ লোকাল এবং বজবজ-শিয়ালদহ আপ ৩৪১৬১ লোকাল শনিবার বাতিল করা হয়েছে। রবিবার ডাউন লাইনে ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল(Sealdah-Budge Budge Local Cancelled) এবং আপ লাইনে ৩৪১১১ এবং ৩৪১১৫ বজবজ-শিয়ালদহ লোকাল বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- Suvendu Adhikari :তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে বিজেপির পাশে থাকুন বামপন্থীরা, আহ্বান শুভেন্দুর
রেল সূত্রে খবর, শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ-বজবজ লাইনে(Ballygaunge-Budge Budge Train Cancelled) ট্রেন চলাচলে রাশ টানা হবে বলেই খবর। ইতিমধ্যেই বাতিল হয়েছে আপ-ডাউন মিলিয়ে তিনজোড়া ট্রেন।