আবার কি রাজনীতির মূলস্রোতে মুকুল রায়! তৃণমূলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই প্রশ্ন। দ্বাদশীতে বিজয়ার প্রণাম সারতে কালীঘাটে যান তিনি। শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মুকুল রায়ের। যদিও এই বৈঠক নিয়ে মুখ খোলেননি তিনি।
বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন এই পদ সামলেছেন মুকুল রায়। মুকুলকে কি ফের কাজে লাগানোর কথা ভাবছেন তৃণমূলনেত্রী! শাসক দলের অন্দরে সেই প্রশ্নও উঠছে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর অনেকটাই নিঃসঙ্গ। রবিবার, লক্ষ্মীপুজোর দিন দলের বরিষ্ঠ নেতার সঙ্গে দেখা করতে যান জ্যোতিপ্রিয় মল্লিক। দলীয় সূত্রে খবর, রবিবার মুকুল রায়ের সল্টলেকের বাসভবনে যান জ্যোতিপ্রিয়। শনিবার মুকুলের সঙ্গে দেখা করেন রাজ্যে সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্য মন্ত্রিসভার দুই মন্ত্রী মুকুলের সঙ্গে দেখা করাতেই গুঞ্জন শুরু হয়েছে। এই বৈঠকের নেপথ্যে তৃণমূলনেত্রীর কোনও নির্দেশ আছে কিনা, তা নিয়ে কেউই মুখ খোলেননি।
গত ৮ সেপ্টে্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথকর্মী সম্মেলনে এসেছিলেন মুকুল রায়। সেই আবহে মুকুল রায়ের প্রত্যাবর্তনের আশায় তৃণমূলের একাংশ। অনেকে মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনে দলের হাল ধরতে পারেন মুকুল রায়।