পুজোর ছুটি প্রায় শেষ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। লক্ষীপুজো মিটলেই খুলে যাবে সরকারি বিভিন্ন অফিস-আদালত। তবে শনিবার পুজো কার্নিভালের মধ্যেই অনলাইনে চালু হয়ে গেল নবান্ন। উল্লেখ্য, পুজোর মধ্যে বিভিন্ন বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগের কাজ চলেছে সমান তালে। সেদিক সামাল দেওয়ার জন্য বিশেষ রোস্টার তৈরি করে নবান্ন। ছুটির মধ্যেও নবান্নের কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই খোলা ছিল।
শনিবার বাড়ি থেকেই অফিসের কাজ সেরেছেন নবান্নের আধিকারিকরা। তবে রাজ্যের মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিবরা সরাসরি রাস্তায় নেমেই কাজ করেছেন এই ক'দিন। শনিবারও তাঁরা যোগ দিয়েছেন রেড রোডের পুজো কার্নিভালে। খাতায়-কলমে পুজোর ছুটি ১১ অক্টবর পর্যন্ত। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তার আগেই অনলাইনে সচল হল নবান্ন।
আরও পড়ুন- Kolkata Carnival : কার্নিভালের আগে রেড রোডে দুর্ঘটনা, কুণাল ঘোষের ক্লাবের গাড়িতে ধাক্কা ট্যাক্সির