কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল। অবসর নিচ্ছেন বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তাঁর জায়গায় এবার তিলোত্তমার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন বিনীত গোয়েল। অবসর নিলেও নতুন দায়িত্বে থাকবেন সৌমেন। ওএসডি ট্রেনিং পদে আসছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের বহুচর্চিত বাংলার নির্বাচনের (West Bengal Assembly Election) আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে।
আরও পড়ুন:KIFF 2022: নবান্ন থেকেই চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা
এবার যিনি গুরুদায়িত্ব পেতে চলোছেন বিনীত গোয়েলও অত্যন্ত দক্ষ অফিসার বলেই পরিচিত। চলতি বছরে পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরেছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান বিনীত গোয়েল। তাঁর মুকুটে এবার জুড়বে নতুন পালক।