কলকাতা পুরসভার (KMC) নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বিপুল জয়ের পর পুরনো মুখেই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন অতীন ঘোষ (Atin Ghosh)। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় (Mala Roy)।
বৃহস্পতিবারদুপুরে মহারাষ্ট্র ভবনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কলকাতার মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে কলকাতার ১৬-র মধ্যে ৯টি বরো কমিটির চেয়ারম্যান হলেন মহিলারা।
বৃহস্পতিবার মহারাষ্ট্র ভবনে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী ১৩৪ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। প্রতি ছ'মাসে তিনি কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন বলেও জানান মমতা।
নির্বাচনে জয়ী ৪০ জন নতুন কাউন্সিলরকে ভাল করে কাজ শিখতে বলেন মমতা। দ্বিতীয় বারের জন্য মহানাগরিকের দায়িত্ব পেয়ে ফিরহাদ জানিয়েছেন, তিনি দলনেত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবেন।