ধূমপায়ীদের জন্য সুখবর। আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে কলকাতা বিমানবন্দরের স্মোকিং জোন(Smoking Zone)। যা আগের তুলনায় অনেকটাই প্রশস্ত হবে বলেই জানা গিয়েছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর(Dumdum Airport) কর্তৃপক্ষ। ফলে ৬৫ বর্গফুটের স্মোকিং জোন আয়তনে বেড়ে হয়েছে ২৫৮ বর্গফুট।
জানা গিয়েছে, বিমানবন্দরে ধূমপানের(Smoking Zone) জন্য যে ৬ ফুট উচ্চতার চেম্বার ছিল, তার সিলিং-এর উচ্চতা বাড়িয়ে ১০ ফুট করা হয়েছে। পাশাপাশি, চেম্বারের সংখ্যা ৫ থেকে বেড়ে হয়েছে ৩৬। এছাড়া প্রতিটি চেম্বারে থাকবে একটি করে অ্যাশ ট্রে, গ্যাস নিষ্কাশনের অত্যাধুনিক ব্যবস্থা।
শুধু তাই নয়, স্মোকিং জোনের(Dumdum Airport New Smoking Zone) আয়তন বাড়ার পাশাপাশি কলকাতা বিমানবন্দরে আগত অটিস্টিক বিমানযাত্রীদের দিকেও এবার বিশেষ নজর দিতে চায় কর্তৃপক্ষ। এর জন্য ইতিমধ্যেই সিআইএসএফ জওয়ানদের(CISF Army) বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় বলেও খবর।