একাধিক সামগ্রী নিয়ে কলকাতায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন সামগ্রীর কথা উল্লেখ করে জানানো হয়েছে নির্দেশ অমান্য করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
কোন কোন সামগ্রী নিয়ে প্রবেশ নিষেধ?
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, তলোয়ার, ভারী ও ধারাল অস্ত্র নিয়ে কোনও জায়গায় ঘোরাফেরা করা যাবে না। আগেই অবশ্য বন্দুক, লাঠির মতো সামগ্রী নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল।
কেন এই নির্দেশিকা?
RG কর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। প্রায় প্রতিদিনই ছোটো বড় বিভিন্ন মিছিল-মিটিং হচ্ছে। এই পরিস্থিতিতে যাতে করে কোনও অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্যই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে।
কতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে?
১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী ছমাস এই নির্দেশিকা বলবৎ থাকবে। কলকাতা পুলিশের এই নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
যদিও কলকাতা পুলিশের এই নির্দেশিকার চরম বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই একাধিক বিভ্রান্তিকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুভেন্দুর পালটা মন্তব্য, এই ধরনের অস্ত্র নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা ঘোরাফেরা করে। আর সেইকারণে তাঁদের গ্রেফতার করা উচিত।