নেতাজি জয়ন্তী ও প্রজাতন্ত্র দিবসে বন্ধ থাকলে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। সম্প্রতি এই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার ওয়েবসাইট ও ফেসবুক পেজেও এই ঘোষণা করা হয়েছে, এই দুদিন বন্ধ থাকবে পরিষেবা।
সোম থেকে শুক্র সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই মেট্রো পরিষেবা। তবে সোমবার নেতাজি জয়ন্তী ও বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা। ২০২২ সালে ডিসেম্বরে ভার্চুয়ালি এই মেট্রোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী।
এবার ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী। সোমবার রাজ্যের অনেক প্রতিষ্ঠানই ছুটি। এই দিন তাই বন্ধ রাখা হয়েছে সার্ভিস। আবার ২৬ জানুয়ারি গোটা দেশে ছুটি। ওইদিনও বন্ধ রাখা হয়েছে পরিষেবা।