সোমবার কলকাতা পুলিশের কাছে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ইমেল মারফত এদিন হাজিরা এড়ালেন বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই অজুহাত খাঁড়া করে আরও চার সপ্তাহ সময় চেয়েছেন নূপুর শর্মা। এদিনই তাঁর নারকেলডাঙা থানায় হাজির হওয়ার কথা ছিল। সংবাদসংস্থার দাবি, এদিনই ইমেল করে এই সময় চান নূপুর। তবে কবে নূপুরকে হাজির হতে হবে, তা নিয়ে এখনই কিছু খোলসা করেনি পুলিশ।
উল্লেখ্য নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে গত কয়েকদিন আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছিল। তার ভিত্তিতেই পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং কলকাতার নারকেলডাঙা থানায় বহিষ্কৃত নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সমন পাঠানো হয়েছিল।
বিতর্কিত মন্তব্যের জেরে আগামী ২৫ জুন নূপুর শর্মাকে মুম্বই পুলিশের কাছেও হাজিরা দিতে হবে। ওই দিন বেলা ১১টায় নূপুরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গত কয়েকদিন আগে দিল্লি এসে ঘুরে গিয়েছে মুম্বই পুলিশের একটি দল। সমন এড়াতে দিল্লি থেকে পালাতে পারেন নূপুর, এই আশঙ্কায় প্রতিনিধি দল পাঠিয়েছিল মুম্বই পুলিশ।