ফের কলকাতায় অস্বাভাবিক মৃত্যু। সোমবার দুপুর দেড়টা নাগাদ এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় গড়িয়াহাটের (Gariahat) ডোভার গেস্ট হাউজ থেকে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম প্রীতিশ কুমার গায়েন (Pritish Kumar Gayen)। বাড়ি পূর্ব মেদিনীপুরে। স্টিল অথরিটি অব ইন্ডিয়ায় (SAIL) অবসরপ্রাপ্ত কর্মী। তিনি গত এক বছর ধরে ওই গেস্ট হাউজে আছেন বলে খবর।
পুলিশ জানিয়েছে, গেস্ট হাউজের তিন তলার ঘর থেকে উদ্ধার করা হয় দেহ। ভিতর থেকে বন্ধ ছিল দরজা। সূত্রের খবর, ঘরের ভিতর মদের বোতলও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, বাথরুম থেকে ফেরার সময় পা পিছলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: পোস্তায় দোকানের মধ্যেই উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
গড়িয়াহাটে ওই গেস্ট হাউজের মালিকের ছেলে সৌরেন্দ্র বিক্রম মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেক দিন প্রাতঃরাশ চান ওই ব্যক্তি। কিন্তু এদিন তিনি কোনও অর্ডার দেননি। হোটেলের কর্মচারীরা বারবার দরজা ধাক্কা দিলেও সাড়া পাওয়া যায়নি। এরপরই ওই দুই কর্মচারী দেখতে পান, বাথরুমের মাঝখানের প্যাসেজে ওই বৃদ্ধের নগ্ন দেহ পড়ে আছে। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।