ঠিক সময়তেই নেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ। ফের একথা জানালেন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। ইন্টারভিউয়ের সাতদিন আগে প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি। ফলে দীর্ঘদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা স্বস্তির শ্বাস নিতে পারেন। কমিশন জানিয়েছে, ইতিমধ্যে আদালতের নির্দেশ মেনে কমপক্ষে ২০ জনের চাকরি বাতিল করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর উচ্চপ্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে নোটিস দেওয়া হবে। তার সাতদিন পর থেকে শুরু হবে ইন্টারভিউ। আপাতত ১৫৮৫ জন ইন্টারভিউয়ের জন্য় ডাকা হবে। কমিশনের দাবি, মাঝখানে পুজোর ছুটির জন্য এই কাজে কোনও সমস্য়া হয়নি। কিন্তু মাত্র ১৫৮৫ জন, বাকিদের কী হবে। কমিশনের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে ধাপে ধাপে এই নিয়োগ হবে।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করেছেন স্কুল সার্ভিস কমিশন। সেখানে ২০ জনকে চাকরি থেকে বরখাস্তের কথাও দাবি করা হয়েছে। একইসঙ্গে দাবি করা হয়েছে নবম-দশমের ক্ষেত্রেও কমপক্ষে ১৮৫ জনকে খুঁজে বার করা হয়েছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের খাতায় এই সংখ্যা আরও বেশি।