কলকাতায় হকার উচ্ছেদ পর্ব চলছে গত কয়েকদিন ধরেই | এদিন নিউ মার্কেট এলাকায় হকার এবং স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে অশান্তি চরমে ওঠে| হাতাহাতি শুরু হয়, নিমেষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়| অভিযোগ, স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন হকার পক্ষের কয়েকজন। এই ঘটনার প্রতিবাদে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্থায়ী ব্যবসায়ীরা |
অভিযোগ, অন্তত ত্রিশ চল্লিশ জন হকারদের একটি দল মিলে হামলা চালানো হয়েছে | ব্যবসায়ী এবং হকারদের মধ্যে সংঘর্ষে একজন আহত হন বলেও জানা গিয়েছে | সকলের হাতেই রড ছিল বলে অভিযোগ | গোলমাল সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ |