ফের কলকাতায় ডেঙ্গির থাবা। আরজি কর হাসপাতালে মৃত্যু এক ডেঙ্গি আক্রান্তের। মঙ্গলবার বেলগাছিয়ার সবিতা গুহকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ।
পরিসংখ্যান বলছে, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের নিরিখে রাজ্যে এক নম্বরে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। পুজোর মরশুমে পরীক্ষা না হওয়ায় অজান্তেই হু হু করে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতায় সংখ্যাটা প্রায় হাজারের ওপর, সেখানে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত প্রায় ৪০০ জন।
পুজোর মধ্যেও হাওড়া থেকে মৃত্যুর খবর এসেছে। দুর্গাপুজো মিটতেই মৃত্যু দক্ষিণ দমদম পুরসভা এলাকার ছাত্র সায়ন হালদারের। ডেঙ্গি আক্রান্তের নিরিখে এগিয়ে ২০ থেকে ৪০ বছর বয়সী মানুষজন। তুলনায় কম আক্রান্ত হচ্ছেন শিশু ও প্রবীণরা।