রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) ডাকা সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট করল সিপিএম (CPIM), কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)। রাজ্য সরকারের নির্দেশেই চলছে নির্বাচন কমিশন। অভিযোগ বিরোধী দলগুলোর। ১ জানুয়ারি ১৮ বছর বয়স হয়ে গেলেও নাম উঠছে না ভোটার তালিকায়। এই নিয়ে ক্ষোভ জানায় সবদলগুলো।
বিজেপির হয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, "নির্বাচন কমিশন যে বৈঠক ডেকেছিল, তা সম্পূর্ণ রাজ্য সরকারের নির্দেশে চলছে। এখানে এদের কোনও মেরুদণ্ড নেই।"
কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে আসেন বিধায়ক অসিত মিত্র (Asit Mitra)। তিনি বলেন, "আগের বার যখন নির্বাচন হয়, সেই সময় একই ভাবে কলকাতা কর্পোরেশনের ভোটারদের বঞ্চিত করা হয়েছে। এবারও ঠিক একই ভাবে বঞ্চিত করা হচ্ছে। আশুতোষ মজুমদার ও আমি দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে বলেছি, এটা সম্পূর্ণ অন্যায়। নির্বাচন কমিশন ও সরকার দুটো আলাদা কর্তৃপক্ষ।"
আরও পড়ুন: নাম না করে মুকুল রায়কে 'পাগল' বলে কটাক্ষ শুভেন্দু অধিকরীর
সর্বদল বৈঠকে ওয়াক আউট করে এসে রবীন দেব (Rabin Deb) বলেন, "আগের বৈঠকেও হাওড়াকে বাদ দেওয়া হয়েছিল। তৃণমূলকে বাদ দিয়ে নটি দল আছি। এখানকার কমিশনার একটি দলের প্রতিনিধিত্ব করছেন। শাসকদলের প্রতিনিধিত্ব করছেন। তিনি অন্য কথা শুনতে চান না।"
এদিন তৃণমূলের হয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দেন বিধায়ক তাপস রায় ও দেবাশিস কুমার। বেরিয়ে তাপস রায় (Tapas Roy) বিরোধীদের কটাক্ষ করেন। তিনি বলেন, ""নির্বাচন যাতে না হয়, তারা বলছে অনেক কাজ বাকি আছে। সম্মানীয় বিরোধী দলের প্রতিনিধিরা শেষ মুহূর্তে বৈঠক ছেড়েছে।""