সকাল তখন ১০টা-সাড়ে ১০ টা । প্রতিদিনের মতো ব্যস্ত পার্ক স্ট্রিটের অফিসপাড়া । হঠাৎ একটা আওয়াজ । মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ । অ্যালেনপার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা বহুতল থেকে তখন শুধু আগুনের ফুলকি বেরচ্ছে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯ ইঞ্জিন । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের । কিন্তু ততক্ষণে, রেস্তরাঁর অ্যাসবেস্টসের ছাদ পুড়ে কালো হয়ে গিয়েছে । সেই ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । আপাতত আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে ।
পার্ক স্ট্রিটের পার্ক সেন্টার বিল্ডিংয়ের উপরে একটি নাইটক্লাব এবং রেস্তরাঁ রয়েছে। অনুমান, ওই রেস্তরাঁতেই আগুন লেগেছে। রেস্তরাঁর উপরে অ্যাসবেস্টসের ছাদে আগুন ছড়িয়ে পড়ে । সেখানে টিন দিয়ে একটি ব্যারিকেড করা ছিল। প্লাস্টিকের এই টিন থাকার জন্য আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে বলে খবর। তবে ভিতরের দিকে কী ধরনের সামগ্রী মজুত রয়েছে তা স্পষ্ট নয় । ওই বহুতলে অনেক অফিস রয়েছে । আগুন লাগার খবর পেতেই হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে । রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েন কর্মীরা । আশেপাশের বহুতল খালি করে দেওয়া হয় । কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে ।
ঘটনাস্থলে পৌঁছে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, আগুন আপাতত নিয়ন্ত্রণে । সকলে খুব ভাল করেছেন । সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ।