খাতায় কলমে পৌষ পড়েছে, ছোট হয়ে আসছে দিন। এরই মধ্যে হইহই করে এসে পড়ল বড়দিন। সাজো সাজো রব কলকাতায়। সারা শহরেই উদযাপন। কিন্তু পার্কস্ট্রিট যেন আলোয় মোড়া এক রূপকথার রাজ্য।
সারা রাস্তা জুড়ে আলোর মেলা। কোথাও আলো দিয়ে বানানো সান্টা ক্লজ, কোথাও জিঙ্গল বেল, ক্রিস্টমাস ট্রি, কোথাও লাল টুপি, বাহারি চশমার পসড়া।
অ্যালেন পার্কও সেজেছে আলোর রোশনাইয়ে। বড়দিন উপলক্ষে নানা অনুষ্ঠানও রয়েছে সেখানে। বড়দিনের আগ দিয়ে হঠাৎ সাহেব পাড়ায় গিয়ে পড়লে কে বলবে, এ কলকাতা!
দিনভর পার্কস্ট্রিটে বেজে চলেছ ক্রিস্টমাস ক্যারল, জিঙ্গল।