ফের বন্ধ হবে পার্কস্ট্রিট উড়ালপুল(Parkstreet Flyover)। আগামীকাল, শুক্রবার থেকেই চারদিনের জন্য উড়ালপুলে বন্ধ হবে যান চলাচল। ৭ জানুয়ারি রাত ৮টা থেকে ১১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুলটি। এই সময়পর্বে ওই উড়ালপুলে লোড টেস্টিংয়ের(Load testing) কাজ করা হবে বলে জানা গেছে।
মাঝেরহাট ব্রিজ(Majherhat Flyover) ভেঙে পড়ার পর থেকেই টনক নড়েছে প্রশাসনের। শহরের একের পর এক উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে নিয়মিত। সেই প্রথা মেনেই পার্কস্ট্রিট উড়ালপুলের (Parkstreet Flyover) স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে এই চারদিন। ট্রাফিক অ্যাডভাইজারি অনুযায়ী, এই চারদিন উত্তর-দক্ষিণে যাতায়াতের জন্য জওহরলাল নেহরু রোড(উড়ালপুলের নিচের রাস্তা) ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- PM Narendra Modi: শুক্রবার শহরের ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মাসখানেক আগেই একই কারণে বন্ধ হয়েছিল পার্কস্ট্রিট উড়ালপুল (Parkstreet Flyover)। ৩ থেকে ৬ ডিসেম্বর উড়ালপুল বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা চলেছিল। ফের একবার এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা ও লোড টেস্টিং করা হবে।