স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজাম প্যালেসের বাইরে আনা হল না পার্থ চট্টোপাধ্যায়কে। রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়নি সিবিআই। বদলে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় নিজাম প্যালেসেই।
জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ সিবিআইয়ের আধিকারিকদের একটি দল চিকিৎসককে নিয়ে ঢোকেন নিজাম প্যালেসে। বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে যান। ইডি হেফাজতের পর আপাতত সিবিআই হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেয় আদালত। রবিবারই পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল পরীক্ষা ছিল। কিন্তু নিজাম প্যালেস থেকে বের করা হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে। বেহালা ইএসআই হাসপাতাল থেকে সিবিআইয়ের কলকাতার সদর দফতরে যায় মেডিকেল টিম। প্রায় ২ ঘণ্টা ছিল সেই চিকিৎসকের দল। তেমন কোনও পরীক্ষা হয়নি। আপাতত স্থিতিশীল আছেন তিনি।
আরও পড়ুন- BJP won in Nandigram: নন্দীগ্রাম সমবায়ে ১২ আসনের ১১টায় জয় বিজেপির, খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গত শুক্রবার পার্থকে হেফাজতে নিয়েছে সিবিআই। ওই দিন জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করিয়েই তাঁকে নিয়ে আসা হয়েছিল নিজাম প্যালেসে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জোকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হয় পার্থের। রবিবারও প্রায় দু’ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন চিকিৎসক।